পাকিস্তানে নিহত বাংলাদেশি তরুণ, পরিবার বলছে ‘দুবাই যাওয়ার’ কথা
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত এক বাংলাদেশি তরুণ দেড় বছর আগে পরিবারকে জানিয়েছিলেন, তিনি দুবাই যাচ্ছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির মাধ্যমে স্বজনরা তাকে শনাক্ত করেন।
গত ২৬ সেপ্টেম্বর খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন নিহত হয়। পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানায়, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
মাদারীপুরের স্বজনরা পাকিস্তানি সাংবাদিক জাওয়াদ ইউসাফজাই ও জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘মাহাজ’-এ প্রকাশিত ছবি দেখে নিহত তরুণকে ফয়সাল হোসেন হিসেবে শনাক্ত করেন।
ফয়সালের ভাই আরমান মোরল জানান, ফয়সাল আগে ধর্মীয় সমাবেশ ও হাটবাজারে টুপি, তাসবিহ ও আতর বিক্রি করতেন। গত বছরের মার্চে দুবাই যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।
ফয়সালের চাচা আব্দুল হালিম মোরল বলেন, শেষবার ঈদুল আজহায় তার সঙ্গে কথা হয়েছিল। পরে পুলিশ গোয়েন্দারা জানিয়েছিল, তিনি আফগানিস্তানে আছেন।
স্বজনদের দাবি, বাংলাদেশ ছাড়ার প্রায় ছয় মাস পর দুবাই থেকে বড় ভাইকে ফোন করে ফয়সাল শুধু জানিয়েছিলেন তিনি ভালো আছেন। এর বাইরে আর কিছু জানাননি।
তবে নিহত তরুণের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সামা টিভির প্রতিবেদনে বলা হয়, এর আগের কয়েকটি অভিযানে দুই-তিনজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। তারা ধর্মীয় কাজের অজুহাতে আফগানিস্তানে গিয়ে পরবর্তীতে ‘চরমপন্থি সন্ত্রাসী সংগঠনে’ যোগ দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে