Views Bangladesh Logo

বিদেশে বাংলাদেশিরা তুলনামূলকভাবে সবচেয়ে কম বেতনে চাকরি করে: পররাষ্ট্র উপদেষ্টা

ন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে থাকলেও বিদেশে তারা তুলনামূলকভাবে সবচেয়ে কম বেতনে কাজ করে। এর মূল কারণ দক্ষতা, প্রশিক্ষণ ও শিক্ষার ঘাটতি যা রাষ্ট্রব্যবস্থার ব্যর্থতাকেই ইঙ্গিত করে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রশিক্ষণ ও সঠিক শিক্ষার অভাবে দেশে দক্ষ মানবসম্পদ তৈরি হচ্ছে না। ফলে বিদেশে একই কাজ করেও বাংলাদেশিরা অন্য দেশের নাগরিকদের তুলনায় কম বেতন পাচ্ছে। বিদেশি কর্মীরা সরাসরি ভাইভা দিয়ে চাকরি পেলেও, বাংলাদেশের অনেক কর্মী ভাষাজ্ঞান ও আত্মবিশ্বাসের অভাবে সে সুযোগটি নিতে পারে না।

উদাহরণ হিসেবে তিনি জানান—জাপানি ভাষার এন-ফোর লেভেল শিখতে ছয় মাসের মতো সময় লাগে, যা অর্জন করতে পারলে জাপানে কাজের ব্যাপক সুযোগ রয়েছে। দেশের বিশাল জনশক্তিকে দক্ষ করে তুলতে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান প্রজন্মের সামনে বহু সুযোগ তৈরি হচ্ছে। তবে সঠিক পথে চলা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং যোগ্যতা অর্জনই তাদের এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও সতর্ক করেন—শিক্ষার্থীদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে।

সভায় নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ