আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
সিরিজের শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মাত্র ১৩.৪ ওভারে জয় তুলে নিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে লিটন দাসের দল।
প্রথম ম্যাচে ৩৯ রানে হেরে যাওয়ায় সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পরের দুই ম্যাচে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৭০ রানের লক্ষ্য ৪ উইকেটে টপকে সিরিজে সমতা আনে টাইগাররা। শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী, আর সেখানে কোনো প্রতিরোধই গড়তে পারেনি আইরিশরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৩৮ রান তুললেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। পল স্টার্লিং ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। টিম ট্যাক্টর করেন ১০ বলে ১৭। মিডল অর্ডারে জর্জ ডকরেল ২৩ বলে ১৯ রান করে চেষ্টা করেছিলেন লড়াই ধরে রাখার, কিন্তু শরিফুল ইসলামের বলে আউট হয়ে যান তিনি। মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট নেন। শরিফুল নেন ২টি এবং মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন ১টি করে উইকেট।
জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। ১৪ বলে ১৯ রান করে আউট হন সাইফ। লিটন দাস ৭ রান করে আউট হলে ৪৬ রানে দ্বিতীয় উইকেট পড়ে। এরপর তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন সহজেই ম্যাচ জিতিয়ে নেন দলকে।
তানজিদ তামিম ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন, আর পারভেজ ইমন অপরাজিত থাকেন ২৬ বলে ৩৩ রানে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে