লঙ্কানদের ৫-০ গোলে হারাল বাংলার মেয়েরা
আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে দারুণ ফর্মে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শনিবার (১৯ জুলাই) শ্রীলঙ্কাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। দলের হয়ে জোড়া গোল করেন পূজা রানী। বাকি ৩টি গোল করেন কানন রানী বাহাদুর, তৃষ্ণা ও আফঈদা।
ম্যাচের শুরুটা যদিও ছিল কিছুটা অগোছালো। নিজেদের ছন্দ খুঁজে পেতে সময় নেয় বাংলাদেশ। প্রথম ৭ মিনিটেই শ্রীলঙ্কার ফরোয়ার্ড লায়ানশিকা জেসোথেরানের শটে হুমকির মুখে পড়ে বাংলাদেশ, তবে গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালীর দৃঢ়তায় সেভ হয়ে যায় বল।
কিছুটা ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে প্রথম বড় সুযোগ পায় লাল-সবুজ শিবির। ডান দিক থেকে কানন রানীর দারুণ ক্রসে গোলের সুযোগ তৈরি হয়, তবে লঙ্কান গোলরক্ষক থারুশিকা ডি ডোডামগোডেজ বাধা হয়ে দাঁড়ান।
অবশেষে ২৪ মিনিটে কানন রানী বাহাদুরের গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ। এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে পূজা রানীর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় মারিয়া মান্দাদের দল। ৭৩ মিনিটে পূজা রানীর দ্বিতীয় গোল দলের আত্মবিশ্বাস বাড়ায়। ৮৬ মিনিটে তৃষ্ণার গোল এবং যোগ করা অতিরিক্ত সময়ে আফঈদার পেনাল্টি থেকে গোল করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয় নারী দলের প্রস্তুতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। বিশেষ করে পূজা, কানন ও তৃষ্ণার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে