টানা জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের নারী ক্রিকেটে
নেপালে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্সের পর বাংলাদেশ নারী ক্রিকেটাররা আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধি দল।
ব্যাট হাতে ওপেনার শারমিন আক্তার সুপ্তা সাফল্য পেয়েছেন সবচেয়ে বেশি। চার ইনিংসে ১৫৬ রান করে তিনি বাছাইপর্বের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হন। এ পারফরম্যান্সের সঙ্গে, ব্যাটিং র্যাঙ্কিংয়ে তিনি ২২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন।
সোবহানা মোস্তারি ১১ ধাপ উন্নতি করে ৫২ নম্বরে অবস্থান করছেন। বোলিং র্যাঙ্কিংয়ে স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন এবং চার ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। ফাহিমা খাতুন ছয় ধাপ উন্নতি করে ৩০ নম্বরে অবস্থান করছেন।
যদিও ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে, দল হিসেবে বাংলাদেশ আগের অবস্থানেই রয়েছে। আইসিসি নারী টি-২০ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০। আয়ারল্যান্ড বাংলাদেশের ঠিক ওপরে অবস্থান করছে। যদিও আইরিশদের চেয়ে প্রায় ১,৫০০–১,৬০০ পয়েন্ট কম, রেটিং ব্যবধান মাত্র ৪।
বাংলাদেশ দলের ধারাবাহিক জয় ও র্যাঙ্কিংয়ে উন্নতি দেশি ক্রিকেটভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে