Views Bangladesh Logo

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগোলো বাংলাদেশের নারীরা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ নারী ফুটবল দলের ফিফা র‍্যাংকিংয়ে দারুণ সাফল্য এসেছে। সর্বশেষ হালনাগাদ তালিকায় ২৪ ধাপ এগিয়ে এখন ১০৪তম স্থানে বাঘিনীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত র‍্যাংকিংয়ে দেখা যায়, আগের অবস্থান ছিল ১২৮, সেখান থেকে এক লাফে বড় অগ্রগতি। এই সংস্করণে সবচেয়ে বেশি উন্নতি করা দল বাংলাদেশই—আর কোনো দেশ এত ধাপ এগোয়নি।

নতুন র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে এবারের নারী ইউরোর রানার্সআপ দল স্পেন। আগের র‌্যাংকিংয়ে শীর্ষ থাকা যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই নম্বরে।

তিন ধাপ এগিয়ে সুইডেন রয়েছে তৃতীয়স্থানে। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে চারে। দুই ধাপ অবনতি হয়ে পাঁচে নেমে গেছে জার্মানি। এছাড়া তিন ধাপ পিছিয়ে শীর্ষ পাঁচ থেকে সরে ৭ নম্বরে চলে গেছে নারী কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ