মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ
২০২৬ এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন সমীকরণ সামনে রেখে র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় পা রাখল বাংলাদেশ নারী ফুটবল দল।
বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ২-১ গোলে জয় পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা। মিয়ানমারের হয়ে একমাত্র গোলটি করেন উইন।
ম্যাচের ১৭তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ঋতুপর্ণা। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে থাকে ১-০ গোলে। বিরতির পর মিয়ানমার আক্রমণ বাড়ালেও ৭২তম মিনিটে আবারও ঋতুপর্ণার দুর্দান্ত একক প্রচেষ্টায় ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ৮৮তম মিনিটে উইনের গোলে ব্যবধান কমায় মিয়ানমার।
বাকি সময়ে স্বাগতিকদের সব প্রচেষ্টা রুখে নিয়ে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।
এই জয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের কাছাকাছি পৌঁছে গেল বাংলাদেশ। গ্রুপের আরেক ম্যাচে তুর্কমেনিস্তানকে হারালেই বাহরাইনকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়ে টুর্নামেন্টে জায়গা পাবে বাংলাদেশের মেয়েরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে