Views Bangladesh Logo

২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

ফুটবলে ভারতের বিপক্ষে ২২ বছর পরব জয় পেল বাংলাদেশ। আর আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল পাঁচ ম্যাচ পর। ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম এই জয়ের দেখা পেল বাংলাদেশ।

সর্বশেষ ২০০৩ সালে এই মাঠেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ শেখ মোরাসালিনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যার। ম্যাচের ১১ মিনিটে রাকিবের পাসে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মোরাসালিন।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে সি-গ্রুপ থেকে ইতোমধ্যেই শীর্ষ দুই দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর ও হংকং। বাংলাদেশ ও ভারত দুই দলই লড়াই থেকে ছিটকে পড়ায় এই ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচ হলেও মর্যাদার একটি প্রশ্ন সবসময়ই এই দুই দলের ম্যাচে থেকে যায়।

ঘরের মাঠে বছরের শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করার কথা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই প্রত্যাশা পূরণ করেছে বাংলাদেশ।

এর আগে মার্চে প্রথম লেগের ম্যাচে ভারতের মাঠে ম্যাচটি গোলশুন্য ড্র করেছিল বাংলাদেশ।

আজকের ম্যাচে একাদশে ফিরেছিল শমিত সোম ও শেখ মোরছালিন। তবে কোচ হাভিয়ের ক্যাবরেরার মুল দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় শুরু হওয়া ম্যাচটিকে ঘিরে পুরো স্টেডিয়ামে বিরাজ করেছে বাড়তি উত্তেজনা।

নেপালের বিপক্ষে গত ১৩ নভেম্বর সর্বশেষ প্রীতি ম্যাচে একাদশে ছিলেন না কানাডা প্রবাসী শমিত। আর ইনজুরির কারনে ম্যাচেই ছিলেন না মোরছালিন।

বাংলাদেশ একাদশ : মিতুল মার্মা (গোলরক্ষক), তপু বর্মন, শেখ মোরছালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মো: ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, মো: সাদ উদ্দিন, শমিত সোম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ