Views Bangladesh Logo

বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ, অনড় সরকার

ইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে তিনি আইসিসির সুবিচারের প্রত্যাশা জানিয়েছেন।

আসিফ নজরুল জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেই অবস্থারও কোনো পরিবর্তন হয়নি।


গতকাল আইসিসির বোর্ড মিটিংয়ে বিসিবিকে জানিয়ে দেওয়া হয় ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। তাৎক্ষণিক অনুরোধ করে ২৪ ঘন্টা সময় চেয়ে নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই সময় ফুরানোর আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল বাংলাদেশ।

ক্রীড়া উপদেষ্টার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনিও ফের জানান, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা। এজন্য লড়াই চালিয়ে যাবেন তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ