Views Bangladesh Logo

অর্থনীতি আর নয়-ছয়ের সুদের হারের পুরোনো ব্যবস্থায় ফিরবে না: গভর্নর

দেশের অর্থনীতি আর কখনোই নয়-ছয়ের সুদের হারের পুরোনো ব্যবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘আইসিসি রাউন্ড টেবিল অন ইমপ্লিকেশনস অফ এলডিসি গ্র্যাজুয়েশন ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি: বাংলাদেশ পারস্পেকটিভ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, বর্তমানে সুদের হার তুলনামূলকভাবে অনেক বেশি। সময়ের প্রয়োজনেই বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। তবে রাজনৈতিক চাপ প্রয়োগ করে নয়-ছয়ের সুদের হার আর চাপিয়ে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বাজারভিত্তিক ব্যবস্থার মাধ্যমেই সুদের হার নির্ধারিত হবে। এর জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। একই সঙ্গে খেলাপি ঋণ কমানো, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন গভর্নর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট একেএ আজাদ।

তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষ বেকার হয়েছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমেছে, অথচ সরকারের ঋণ বেড়েছে। শুধুমাত্র কঠোর মুদ্রানীতি প্রয়োগ করে আর্থিক খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ