Views Bangladesh Logo

ভারতের চাপে আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল

যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন ভারতের চাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত আরোপ করে, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে বাংলাদেশের ওপর অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, তাহলে বাংলাদেশ সেই শর্ত মানবে না। তিনি স্পষ্ট করে বলেন, চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে বাধ্য করা যাবে না।

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে স্কটল্যান্ড খেলবে—ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, এ বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি। তিনি পুনরায় বলেন, মূল বিষয় হলো—আইসিসি যদি ভারতের চাপে পড়ে বাংলাদেশের ওপর অযৌক্তিক শর্ত আরোপ করে, তা মেনে নেওয়া হবে না।

এর আগে এমন উদাহরণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানালে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছিল। একইভাবে যৌক্তিক কারণেই বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের কথা বলেছে। অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ