নিষ্ক্রিয় করিডোর নয়, সক্রিয় ও আত্মবিশ্বাসী ভূমিকা নিতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি সক্রিয়, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল প্লেয়ার হিসেবে এগোতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, 'বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়—আমরা আত্মবিশ্বাসী হয়ে চলতে চাই। জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি মাথায় রেখে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবো, প্রয়োজন হলে দৃঢ় অবস্থানও নেবো।'
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। অংশীদারত্বে প্রতীকী সম্পর্কের চেয়ে বাস্তব সুবিধা পাওয়া জরুরি। বড় কিংবা মধ্যম শক্তির সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রেও দেশটি সমমর্যাদার নীতি অনুসরণ করবে।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগর এখন কৌশলগত গুরুত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই অঞ্চলে বাংলাদেশ একটি দৃঢ় এবং আত্মবিশ্বাসী ভূমিকায় অবতীর্ণ হতে চায়, কোনোভাবেই নিষ্ক্রিয় করিডোর হিসেবে নয়।
বৈশ্বিক অস্থিতিশীলতা প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, ইউক্রেন, গাজা, সুদান থেকে শুরু করে মিয়ানমার—বিভিন্ন সংকট আন্তর্জাতিক ব্যবস্থাকে পরীক্ষা করছে। বাংলাদেশ মানবিক সংকটের বাস্তবতা ভালোভাবেই জানে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের মাধ্যমে দেশটি তার অবস্থান স্পষ্ট করেছে।
তিনি বলেন, আঞ্চলিক বা বৈশ্বিক—উভয় ক্ষেত্রেই স্থিতিশীলতা এখন একটি অপরিহার্যতা। এজন্য কথায় নয়, কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বহুপাক্ষিক ও আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সিজিএস সভাপতি জিল্লুর রহমান এবং নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে