ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ডব্লিউইইউ সঙ্গে বাংলাদেশের সহযোগিতা চুক্তি
বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের (ডব্লিউইইউ) মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ডব্লিউইইউর প্রধান কার্যালয়ে এই চুক্তি সই করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংগঠনটির সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোয়ান।
এমওইউ স্বাক্ষরের আগে এক আন্তরিক বৈঠকে উভয় পক্ষ ঐতিহ্যবাহী খেলাধুলার গুরুত্ব ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বিলাল এরদোয়ান বাংলাদেশের কাবাডি, কুস্তি, বলিখেলা ও নৌকা বাইচের মতো খেলাগুলো বিশ্বজুড়ে প্রচারে আগ্রহ প্রকাশ করেন। তিনি এসব খেলাকে ডব্লিউইইউর সদস্যভুক্ত করার আগ্রহও জানান।
বৈঠকে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি, শিক্ষা বিনিময় কর্মসূচি ও প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন। একইসঙ্গে তার সংস্থার একটি স্কুল বাংলাদেশে স্থাপনের আগ্রহ প্রকাশ করেন এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঐতিহ্যবাহী খেলাধুলা আয়োজনের প্রস্তাব দেন।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে দেশটির সাংস্কৃতিক ও বৈশ্বিক অবস্থান পুনরুদ্ধারের প্রসঙ্গ তুলে ধরে বিলাল এরদোয়ান ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের ভূমিকার প্রশংসা করেন। উপদেষ্টা আসিফ মাহমুদও তুরস্ককে বাংলাদেশের বিশ্বস্ত মিত্র হিসেবে উল্লেখ করে বলেন, অভ্যুত্থানের পর বাংলাদেশ তার প্রকৃত বন্ধুদের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করছে।
বৈঠকের শেষ অংশে উপদেষ্টা বিলাল এরদোয়ানকে ২০২৫ সালের গ্লোবাল ইয়ুথ সামিটে অংশ নিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দ্বিপক্ষীয় অংশীদারত্বকে আরও দৃঢ় ও গতিশীল করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে