Views Bangladesh Logo

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ৪ দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। দেশগুলো হলো-যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। এই পদক্ষেপকে ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতার প্রাপ্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আমরা যেহেতু সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছি, কাজেই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এটা একটা সুখবর।’

তিনি আরও জানান, বাংলাদেশের স্বাধীনতার পর ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও ঢাকা তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায়। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এই অবস্থানে অটল রয়েছে।

একই দিনে চারটি প্রভাবশালী পশ্চিমা দেশের এই স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য একটি বড় অর্জন। এর মাধ্যমে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রত্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। তবে পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন, স্বাধীন রাষ্ট্র গঠনে এই স্বীকৃতি ভূমিকা রাখলেও ফিলিস্তিনিদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।

এদিকে ফ্রান্সও শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ইঙ্গিত দিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ