হামাস-ইসরায়েল সংলাপকে স্বাগত জানাল বাংলাদেশ
গাজায় চলমান সংঘাত অবসানের লক্ষ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এটিকে শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে সংঘাত নিরসনে ‘কূটনীতি ও সংলাপের’ গুরুত্ব তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রচেষ্টার প্রশংসা করেছে বাংলাদেশ। সরকার আশা প্রকাশ করে যে, এই প্রক্রিয়াটি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনরুদ্ধার এবং সেখানকার জনগণের জন্য ত্রাণ নিশ্চিত করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে, সংলাপের মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবায়নের পথকে প্রশস্ত করবে।
ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সংহতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ওপর ভিত্তি করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে গাজায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠন প্রচেষ্টায় অবদান রাখতেও বাংলাদেশ তার সদিচ্ছা প্রকাশ করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে