Views Bangladesh Logo

বাংলাদেশ-নেপাল ম্যাচ বাতিল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নেপালে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রভাবে বাতিল হয়েছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টিম হোটেলেই ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই বাফুফের মিডিয়া ম্যানেজার জানান, আন্দোলনের কারণে দল বাইরে যেতে পারবে না। স্টেডিয়ামের আশপাশে আন্দোলনকারীরা অবস্থান নেয়ায় অনুশীলন বাতিল করা হয়।

পরিস্থিতি বেগতিক দেখে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) কর্মকর্তারা জরুরি বৈঠকে বসে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেন।

নেপালে সরকারের দুর্নীতি ও ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে তরুণ প্রজন্ম, বিশেষ করে ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেয়া জেনারেশন জেড, রাজধানী কাঠমান্ডুসহ পোখারা, বুটওয়াল ও বিরাটনগরের মতো বড় শহরে বিক্ষোভ করছে। পার্লামেন্ট ভবনের সামনে ও বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ