অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বাংলাদেশ-আমেরিকার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা।
সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার এই ফোনালাপে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানোর পারস্পরিক প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টা।
পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘সেক্রেটারি (পরররাষ্ট্রমন্ত্রী) ও প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীরতর করা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন’।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ১৫ মিনিটের এই আলোচনা ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক। যা দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কে আলোকপাত করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে