Views Bangladesh Logo

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

প্রথম ম্যাচে হারের পর দারুণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কক্সবাজারে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা নিয়ে ফিরেছে লাল-সবুজের মেয়েরা।

টসে জিতে আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৮০ রান তোলে। শুরুতেই অতশী মজুমদার এবং পরে জারিন তাসনিম লাবণ্য পাকিস্তানের টপ অর্ডার ভেঙে দেন। রাভাইল ফারহান করেন ৩১ বলে ১৫, কোমাল খান ৪২ বলে ২৮ এবং জুফিশান আয়াজ ২৭ বলে ১৭ রান। বাংলাদেশের হাবিবা একাই নেন ৪ উইকেট।

৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৩৬ রানে ৪ উইকেট হারানোর পরও ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা লড়াই চালিয়ে যান। তিনি ৩৮ বলে ৩২ রান করে দলকে টেনে রাখেন। মিডল অর্ডারে ফারজানা ইসলাম মেধাও কিছুটা সহায়তা দেন।

শেষদিকে ১৬-১৮ ওভারের মধ্যে তিন উইকেট পড়ে পরিস্থিতি আবারও কঠিন হয়ে ওঠে। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১১ রান। তখন দায়িত্ব নেন সাদিয়া আক্তার। ১০ বলে অপরাজিত ১৩ রান করে, ১৯তম ওভারে দুটো বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। পাকিস্তানের মেমোনা খালিদ ও আলিসা মুখতিয়ার নেন ২টি করে উইকেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ