Views Bangladesh Logo

হামজা ও শমিতকে ছাড়াই নেপাল সফরে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এই সফরে থাকছেন না দলের আলোচিত দুই ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম।

ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই দুই মিডফিল্ডারকে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে লাল-সবুজের জার্সিতে দেখা যাবে না। জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন জানিয়েছেন, ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন হামজা। অন্যদিকে, কানাডায় ক্লাব ফুটবলের প্রতিযোগিতা থাকায় জাতীয় দলে যোগ দিতে পারবেন না শমিত সোমও।

এছাড়াও সদ্য জাতীয় দলে ডাক পাওয়া আরেক ফুটবলার ফাহমিদুল আহমেদও থাকছেন না এই সফরে। ফলে নেপালের বিপক্ষে ম্যাচগুলোতে কোনো প্রবাসী ফুটবলারের দেখা মিলবে না বাংলাদেশ দলে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই দুটি ম্যাচকে অক্টোবরের এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ