মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির বিষয়ে তথ্য চাইবে সরকার
মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে আটক ৩৬ জন বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেশটির সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, পুরো ঘটনা এখনো স্পষ্ট নয়। কিছু বাংলাদেশির বিরুদ্ধে মালয়েশিয়ায় মামলা হতে পারে, আর কিছুজনকে দেশে ফেরত পাঠানো হতে পারে।
তিনি বলেন, 'বিষয়টি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। কয়েক দিনের মধ্যে আরও পরিষ্কার তথ্য জানা যাবে।'
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। প্রথমে এই খবর প্রকাশ করে বিবিসি বাংলা।
যদি কেউ দেশে ফেরত আসে, তবে তাদের বিরুদ্ধে তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঘটনাটি বাংলাদেশিদের মালয়েশিয়া ভিসা পাওয়ার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'নেতিবাচক ঘটনা ভিসা প্রক্রিয়ায় প্রভাব ফেলে। তবে সঠিক ব্যবস্থায় এই প্রভাব কমানো সম্ভব।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে