Views Bangladesh Logo

সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ

সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া দ্রুততর করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

বৈঠকে সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনশক্তি রফতানি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘World Defense Show’-এ বাংলাদেশের অংশগ্রহণসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বাংলাদেশ ও সৌদি আরব ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। শুধু ইসলাম ধর্মের পবিত্র ভূমি হিসেবে নয়, আমাদের ৩২ লাখেরও বেশি প্রবাসী কর্মীর আবাসস্থল হিসেবেও এটি বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ।'

তিনি আরও জানান, সৌদি প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমরা আরও বেশি জনশক্তি প্রেরণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে চাই।

রাষ্ট্রদূতের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের মিশন ও বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর বিষয়টি তৎপরভাবে পরিচালনা করছে। প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ টিমও পাঠানো হয়েছে। তবে মিশনে আসা আবেদনের তুলনায় পাসপোর্টের এনরোলমেন্টে উপস্থিতি কম রয়েছে। তিনি উল্লেখ করেন, বিষয়টি ইতোমধ্যেই সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্টারকে জানানো হয়েছে।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের মূল দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে। আমাদের দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, পরিপত্র জারি করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে দ্রুততা আনা হয়েছে। ‘ডেভিল হান্ট ফেইজ-২’সহ নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

সৌদি রাষ্ট্রদূত স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী ৮–১৪ ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠিতব্য বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে অংশগ্রহণ করতে পারছেন না এবং উপযুক্ত প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ ও রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ