Views Bangladesh Logo

আইরিশদের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মিরপুরে পঞ্চম দিনের প্রথম সেশনে অনেকে ভেবেছিলেন, বাংলাদেশ সহজেই জয় নিশ্চিত করবে। কিন্তু আয়ারল্যান্ডের টেল এন্ডাররা ৫৯.২ ওভার ব্যাট করে সেই ধারণায় বাধা তৈরি করলেন। ৭১ রানে অপরাজিত থাকা কার্টিস ক্যাম্ফার মিরপুরে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৫৯ বল খেলার রেকর্ডও গড়লেন।

তবুও লাল বলের সিরিজে স্বাগতিক বাংলাদেশ ২১৭ রানের ব্যবধানে বড় জয় পেয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিতে শেষ করল।

গতকাল চতুর্থ দিনের শেষে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রান তুলেছিল। তখন থেকেই নাজমুল হোসেন শান্তের দল জয় নিশ্চিত হওয়ার দিকে এগোতে শুরু করেছিল। তবে সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশকে আজ শেষ চার ব্যাটারের সঙ্গে দাঁত চেপে লড়তে হয়েছে। এর আগে সিলেটে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জয় পেয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ