এশিয়া কাপ হকি: বড় জয়ের দেখা পেল বাংলাদেশ
এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার বিপক্ষে লিড নিয়েও ৪-১ গোলে হার দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই ধাক্কা কাটিয়ে চায়নিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজরা।
শনিবার (৩০ আগস্ট) ভারতের বিহারের রাজগিরিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দুটি কোয়ার্টারে সমানে সমান লড়াই করে দুই দল। প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ওই কোয়ার্টারে চার গোল করে বড় লিড গড়ে তোলে আশরাফুলরা। সোহানুর গোল করে দলকে এগিয়ে নেন, এরপর এক মিনিটের ব্যবধানে রাকিবুল হাসান জোড়া গোল করে ব্যবধান বাড়ান। ৪৪ মিনিটে আশরাফুল ইসলাম গোল করে ৬-২ ব্যবধানে কোয়ার্টার শেষ করেন।
শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরও দুটি গোল পায়। ৫৫ মিনিটে রেজাউল বাবু ও ৫৭ মিনিটে আশরাফুল তার দ্বিতীয় গোলটি করেন। এরপর চায়নিজ তাইপে একটি গোল শোধ করলেও বাংলাদেশের জয় ছিল নিশ্চিত।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ২৯তম, আর চায়নিজ তাইপে ৩৮তম স্থানে। তাই এই জয় ছিল প্রত্যাশিত। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, যারা চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে। কোরিয়ার বিপক্ষে হারের ব্যবধান কম রাখতে পারলে বাংলাদেশ তিনে থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পেতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে