Views Bangladesh Logo

পূর্ব তিমুরকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

এফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) পূর্ব তিমুরকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারানোর পর টানা দ্বিতীয় জয়ে ছয় পয়েন্টে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে আফিদারা।

এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা। গোলের উৎসব শুরু হয় প্রথমার্ধের ইনজুরি সময়ে, যখন তৃষ্ণা প্রথম গোলটি করেন। এরপর ৫৩ ও ৮৩ মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বিশেষ করে তৃতীয় গোলটি ছিল চোখধাঁধানো—মোসাম্মৎ সাগরিকার একক চেষ্টায় তৈরি করে দেওয়া বলটি ফাঁকা পোস্টে দারুণ প্লেসিংয়ে পাঠান তৃষ্ণা।

তবে ম্যাচের সবচেয়ে চোখে পড়ার মতো গোলটি করেন শান্তি মারডি। ৩২ মিনিটে তার নেওয়া কর্নার কিক কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়াই সরাসরি জালে ঢুকে পড়ে, যা 'অলিম্পিক গোল' নামে পরিচিত। কর্নার থেকে আরও দুটি গোল এসেছে বাংলাদেশের পক্ষে। ২০ মিনিটে স্বপ্নার কর্নারে শিখা হেডে গোল করেন এবং তিন মিনিট পর শান্তির কর্নারে নবিরুন খাতুন হেডে জালে বল পাঠান।

দ্বিতীয়ার্ধে ফিল্ড প্লে থেকে আসে আরও চারটি গোল। ৭২ মিনিটে একক প্রচেষ্টায় সাগরিকা দুর্দান্ত গোল করেন। অতিরিক্ত সময়ে ম্যাচের শেষ গোলটি করেন মুনকি আক্তার। শেষ বাঁশির ঠিক আগে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট এবং গোল ব্যবধান +১০। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। কোরিয়া গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হলেও রানার্সআপ হিসেবে বাংলাদেশের মূল পর্বে ওঠার সুযোগ রয়েছে, যদি তারা সেরা তিন রানার্সআপের একটি হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ