স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের মেয়েদের টানা ষষ্ঠ জয়
বাংলাদেশ নারী ক্রিকেট দল সুপার সিক্স পর্যায়ে স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়ে ছয় ম্যাচের ধারাবাহিক জয় নিশ্চিত করেছে। এটি দলের দ্বিতীয় সর্বোচ্চ টিম স্কোরও ছিল টি-২০ ফরম্যাটে।
এর আগে মূল রাউন্ডে ওঠার যোগ্যতা নিশ্চিত করেই বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বে দলটি গ্রুপ স্টেজের চারটি ম্যাচ এবং সুপার সিক্সের দুটি ম্যাচ মিলিয়ে ছয় জয় নিশ্চিত করেছে।
টস জিতে ব্যাটিং করা বাংলাদেশ দল শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নেমেছিল। ওপেনার দিলারা আক্তার ২৮ বলে ৩৯ এবং জুয়াইরিয়া ফেরদৌস ২২ রান করেন। দু’জনের ওপেনিং জুটিতে ৬৭ রান আসে। শারমিন আক্তার সুপ্ত যোগ করেন ১৫ রান।
এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৫ বলে ৫৬ রান (৫ চার, ৩ ছয়) এবং সোভানা মোস্তারি ২৩ বলে ৪৭ রান (৭ চার, ২ ছয়) করেন। এই জুটি চতুর্থ উইকেটে ১০০ রানের অবদান রাখে। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে।
লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ড শুরু থেকেই বিপাকে পড়ে। মারুফা আক্তারের প্রথম বলে দারসি কার্টারকে আউট করলে তারা ধীরে ধীরে পরাস্ত হয়। স্কটিশ দল ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রান করতে সক্ষম হয়। পিপা স্প্রোল সর্বোচ্চ ২৭ রান করেন, মেগান ম্যাককোল ২০ রান যোগ করেন।
বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার ৩ উইকেট এবং স্বর্ণা আক্তার ২ উইকেট নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে