Views Bangladesh Logo

এএফসি বাছাইপর্বে বাহরাইনকে ৭–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

এফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। রবিবার (২৯ জুন) ইয়াঙ্গুনের থুয়ানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাহরাইনকে ৭–০ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাহরাইন বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে এবং তাদের খেলোয়াড়রা শারীরিকভাবে অধিক শক্তিশালী হলেও, ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে দাপুটে পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। রিতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তোহুরা খাতুনের দুর্দান্ত খেলায় গোলের বন্যায় পরিণত হয় ম্যাচটি।

ম্যাচের ১০তম মিনিটেই গোলের সূচনা করেন শামসুন্নাহার। বাংলাদেশের অর্ধ থেকে পাঠানো একটি লম্বা বল ধরে এগিয়ে গিয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। কয়েক মিনিট পর, স্বপ্না রানির দেওয়া একটি তির্যক পাস থেকে দুর্দান্ত বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন রিতুপর্ণা চাকমা।

বাহরাইন কোনোভাবেই খেলায় ফিরতে পারেনি। বাংলাদেশ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে ম্যাচটি। ২৪তম মিনিটে মনিকা চাকমা কাছাকাছি চলে গিয়েছিলেন গোলের, তবে তার শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩২তম মিনিটে তোহুরা খাতুন হেডে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

৪০তম মিনিটে তৃতীয় গোলটি করেন কোহাতি কিসকু, গোলমুখে বলের ধাক্কাধাক্কির মধ্যে সুযোগ নিয়ে বলটি জালে পাঠান তিনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরও দুই গোল যোগ করে বাংলাদেশ। প্রথমে তোহুরার জোরালো শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে জালে প্রবেশ করে। এরপর শামসুন্নাহার জুনিয়রের নিখুঁত কাট-ব্যাক থেকে বল পেয়ে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তোহুরা।

প্রথমার্ধে ৫–০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে। ৫৯তম মিনিটে নবিরন খাতুন বক্সে আসা একটি ক্রস ধরে গোল করে ব্যবধান করেন ৬–০। ৭৪তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন মুনকি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

বাংলাদেশ আরও কয়েকটি সুযোগ নষ্ট করলেও, তাতে জয়ের উল্লাসে কোনো ছেদ পড়েনি। এই জয়ে তিন পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। তারা আগামী ২ জুলাই স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে। মিয়ানমার তাদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮–০ গোলে হারিয়েছে।

এই জয় বাংলাদেশ নারী দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। যদি বাকি দুই ম্যাচেও তারা এই ফর্ম ধরে রাখতে পারে, তাহলে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়তে পারে তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ