Views Bangladesh Logo

নেপাল থেকে বাংলাদেশ দলের ফ্লাইট বাতিল

 VB  Desk

ভিবি ডেস্ক

নেপালে জেন-জি বিক্ষোভের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার ফ্লাইট বাতিল হয়েছে। মঙ্গলবার দুপুর তিনটায় দলের দেশে ফেরার কথা থাকলেও, তারা হোটেল থেকে বের হতে পারেননি।

টিম ম্যানেজার আমের খান বাংলাদেশের গণমাধ্যমকে জানিয়েছেন, বিক্ষোভকারীরা তাদের হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছে। এ কারণে দলের পক্ষে বিমানবন্দরের দিকে যাওয়া সম্ভব হয়নি এবং ফলস্বরূপ তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে।

নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিরুদ্ধে জেন-জি (Gen-Z) গোষ্ঠীর আন্দোলন চলছে। সোমবার এই আন্দোলন কাঠমান্ডুর থামেলের বাইরে থাকলেও, মঙ্গলবার তারা থামেলের রাস্তায় অবস্থান নিয়েছে। বিক্ষোভে অংশ নেয়া আন্দোলনকারীরা থামেলের মুসলিম চকের কাছে একটি থানায় পুলিশকে আটকে রেখেছে। বিভিন্ন ভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে তারা। এই পরিস্থিতিতে দেশটির যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এঘটনায় ১৯ জন নিহত এবং আজ পর্যন্ত স্বরাষ্ট্রসহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ