ভারতকে হারিয়ে ২ কোটি টাকার পুরস্কার পাচ্ছে বাংলাদেশ দল
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে মঙ্গলবার ভারতের মুখোমুখি হয়ে ১-০ গোলে মূল্যবান জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটে শেখ মোরসালিনের একমাত্র গোলেই আসে এই ঐতিহাসিক সাফল্য। শেষ পর্যন্ত ভারত গোল শোধে ব্যর্থ হয়।
এশিয়ান কাপের বাছাইপর্বে এটি বাংলাদেশের প্রথম জয়, আর ভারতের বিপক্ষে এসেছে দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষিত সাফল্য। এই অর্জন উদ্যাপনে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে ২০০৩ সালে ঢাকায় সর্বশেষ ভারতের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। দুই দলের ৩০টি মুখোমুখি লড়াইয়ে এটি বাংলাদেশের চতুর্থ জয়। সমতা ও হার—দুটোতেই রয়েছে ১৩টি করে ফল।
হামজা চৌধুরী ও শমিত সোমদের দলে যোগদানের পর থেকেই বদলে গেছে লাল-সবুজের ফুটবল। হংকংয়ের বিপক্ষে এক ম্যাচ ড্র ও আরেক ম্যাচে শেষ মুহূর্তে হারের তিক্ততা ছিল। নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও শেষ বাঁশির আগে জয় হাতছাড়া হয়। তাই ভারতের বিপক্ষে এই জয়ের আনন্দ ছিল বাঁধভাঙা উচ্ছ্বাসের মতো—দীর্ঘ অপেক্ষার পর প্রাপ্য স্বস্তি এনে দিয়েছে পুরো দলকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে