Views Bangladesh Logo

৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সিলেট টেস্টে ইতিহাসের এক বিশেষ দিনে পৌঁছে গেল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করল টাইগাররা—ততক্ষণে স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ৫৮৭ রান, ৮ উইকেটে। ৩০১ রানের লিড নিয়ে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নিয়েছে বাংলাদেশ।

তৃতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতেই শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরেন হাসান মুরাদ—ম্যাথু হামফ্রেসের বলে ক্যাম্পারের হাতে ক্যাচ দেন তিনি। এরপর নতুন আসা ব্যাটার নাহিদ রানা একটি চারে লিডকে ৩০০–র ঘরে তোলেন। সঙ্গে সঙ্গে অধিনায়ক নজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করেন।

আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ম্যাথু হামফ্রেস। ইনিংসে নিয়েছেন ৫ উইকেট—টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার। দুই উইকেট পেয়েছেন ব্যারি ম্যাকার্থি।

এই ইনিংসের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে যোগ হলো একাধিক রেকর্ডের পালক। দেশের মাটিতে এটিই এখন বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ—এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৬০ রান ছিল রেকর্ড। আর সামগ্রিকভাবে টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ; সর্বোচ্চ ৬৩৮ রান এসেছিল ২০১৩ সালে গলে, শ্রীলঙ্কার বিপক্ষে।

আরও একটি বিশেষ মাইলফলক যোগ হয়েছে ব্যাট হাতে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মতো প্রথম চার ব্যাটারই অর্ধশতক বা শতক স্পর্শ করেছেন—যা দলের ব্যাটিং গভীরতা ও ধারাবাহিকতার বড় প্রমাণ। এখন পর্যন্ত পাঁচ ব্যাটার পঞ্চাশের ঘর পেরিয়েছেন, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে মাত্র পঞ্চমবারের মতো ঘটল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ