Views Bangladesh Logo

রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা জানাল বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে রাখাইনে সহিংসতার বৃদ্ধি ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় দেশটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। খবর অনুযায়ী, গত বুধবার রাতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন একটি হাসপাতালে বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৩৪ জন রোগী ও চিকিৎসক নিহত এবং ৮০ জনের বেশি আহত হন। হামলাটি মারাউক-ইউ শহরের জেনারেল হাসপাতালে ঘটে।

মিয়ানমারের সামরিক বাহিনী এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। জান্তা সরকার দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বাংলাদেশ সব বেসামরিক নাগরিক এবং স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দিয়েছে এবং রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়সহ সকল জনগোষ্ঠীকে সহিংসতা থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ