শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশের যাত্রা শুরু
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই খেলায় জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। ছয় উইকেট হারিয়ে ১৯.৫ ওভাবে এইলক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৬৮ রান তুলে নেয়। মাঝারি লক্ষ্য তাড়ায় শুরুতে ঝড় তুলে ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাইফ হাসান। পরে হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস।
দুজনের ব্যাটেই মূলত জয়ের কাজ হয়ে যায়। এ ছাড়া লিটনের ব্যাট থেকে আসে ২৩ রান। শেষ দিকে ১৪ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন পাটোয়ারী
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন দাসুন শানাকা। পাঁচ নম্বরে নেমে মাত্র ৩৭ বলে ৩ চার ও ৬ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার।
এ ছাড়া কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৪ রান। দলের আর কেউ তেমন বড় ইনিংস খেলতে পারেননি। শানাকার ঝড়ে ইনিংসের শেষ ৬ ওভারে ৭০ রান করে শ্রীলঙ্কা।
বাংলাদেশের পক্ষে মাত্র ২০ রানে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। শেখ মেহেদি হাসান ২৫ রানে নিয়েছেন ২টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (নিসাঙ্কা ২২, কুশল মেন্ডিস ৩৪, মিশারা ৫, কুশল পেরেরা ১৬, শানাকা ৬৪*, আসালাঙ্কা ২১, কামিন্দু ১, হাসারাঙ্গা ২, ভেল্লালাগে ০*; শরিফুল ৪-০-৪৯-০, নাসুম ৪-০-৩৬-০, তাসকিন ৪-০-৩৭-১, মেহেদি ৪-০-২৫-২, মুস্তাফিজ ৪-০-২০-৩)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, তামিম ০, লিটন ২৩, হৃদয় ৫৮, শামীম ১৪*, জাকের ৯, মেহেদি ০, নাসুম ১*; থুশারা ৪-০-৪২-১, চামিরা ৪-০-৩২-১, ভেল্লালাগে ৪-০-৩৬-০, হাসারাঙ্গা ৪-০-২২-২, শানাকা ২.৫-০-২১-২, কামিন্দু ১-০-১৬-০)
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে