অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশ হকি দলের
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের পুরুষ দল। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে হংকংকে।
বাংলাদেশ দলের পক্ষে ফরোয়ার্ড দীন ইসলাম করেন জোড়া গোল—২০ ও ২৬ মিনিটে। অসাধারণ নৈপুণ্যের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই। দলের হয়ে তৃতীয় গোলটি আসে আমিত হাসানের স্টিকে, ম্যাচের ৪৩ মিনিটে।
এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। গ্রুপে তাদের সঙ্গে রয়েছে পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা ও হংকং। আগামী ৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ।
অন্যদিকে, ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশের নারী হকি দল। প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে নামছে লাল-সবুজের মেয়েরা। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হবে শক্তিশালী জাপানের। নারী দলও রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে জাপান, উজবেকিস্তান ও হংকং।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে