ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের
সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। দলের হয়ে একটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি এবং জোড়া গোল করেন আলপী আক্তার।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোলটি আসে। মধ্যমাঠ থেকে বাড়ানো একটি আক্রমণ ঠেকাতে এগিয়ে আসেন ভুটানি গোলরক্ষক। কিন্তু গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝে লেগে বল গিয়ে সুরভী আকন্দ প্রীতির গায়ে লাগে এবং সেখান থেকে জালে প্রবেশ করে। খানিকটা সৌভাগ্যেই লিড নেয় বাংলাদেশ।
বিরতির পর আক্রমণ আরও জোরদার করে বাংলাদেশের মেয়েরা। ৫৩ মিনিটে দূরপাল্লার এক শটে জাল খুঁজে পান আলপী আক্তার। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দলকে ২-০ গোলের লিড এনে দেন তিনি। তবে অল্প সময়ের মধ্যেই এক গোল শোধ করে ভুটান, ফলে ম্যাচে উত্তেজনা ফেরে।
কিন্তু ৬৪ মিনিটে আবারও আলপী আক্তারের গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। বাম দিক থেকে কর্নার কিকে তৈরি হওয়া জটলার মধ্যে বল জালে ঠেলে দেন তিনি। ম্যাচের বাকি সময়ে একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও ভুটানি ডিফেন্ডাররা গোললাইন থেকে কয়েকবার বল সেভ করেন।
বাংলাদেশ নারী ফুটবল সম্প্রতি ধারাবাহিক সাফল্যে উজ্জ্বল। সিনিয়র দল এশিয়া কাপের টিকিট নিশ্চিত করেছে জুলাইয়ে। একই মাসে সাফ চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ দল, পরে এশিয়া কাপেও জায়গা করে নেয় তারা। এবার অ-১৭ মেয়েরা সাফ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে প্রথম পরীক্ষায়ই স্বাগতিক ভুটানকে হারিয়ে দারুণ সূচনা করল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে