Views Bangladesh Logo

হামজা ও শমিতকে ছাড়াই বাংলাদেশ দল ঘোষণা

গামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে প্রত্যাশিতভাবেই অনুপস্থিত রয়েছেন দুই তারকা খেলোয়াড় শমিত সোম ও হামজা চৌধুরী। শমিত আগেই জানিয়েছিলেন যে তিনি খেলতে পারবেন না, আর হামজার চোট থাকায় তারও দলে থাকা নিয়ে অনিশ্চয়তা ছিল।

দলের বাইরে থাকা অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম, যিনি বয়সভিত্তিক দলের সঙ্গে ব্যস্ত রয়েছেন। এছাড়া, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, শেখ মোরসালিন, আল আমিন ও জাহিদ শান্ত পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন। নতুন করে দলে সুযোগ পেয়েছেন সুজন হোসেন, পাপন সিং, ইসা ফয়সাল ও মোহাম্মদ ইব্রাহিম।

আবাহনীর খেলোয়াড় শাকিল আহাদ তপু চোটের কারণে বাদ পড়ায় ফর্টিস এফসির সেন্টার ব্যাক আব্দুল্লাহ ওমর সজীব প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। এই দুটি প্রীতি ম্যাচ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড:
মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান, মো. রহমত মিয়া, তপু বর্মন, মো. হৃদয়, জামাল ভূঁইয়া, মো. তাজ উদ্দিন, আরিফ হোসেন, মো. শহরিয়ার ইমন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মো. আব্দুল্লাহ ওমর, মিতুল মারমা, তারিক রায়হান কাজী, পাপন সিং, মো. সোহেল রানা, সোহেল রানা, ইসা ফয়সল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মো. সাদ উদ্দিন ও মো. পাপ্পু হোসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ