বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে ৬ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০০তম
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে ৬ ধাপ পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি তাদের হালনাগাদ করা পাসপোর্ট র্যাংকিং প্রকাশ করেছে, যেখানে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। এ অবস্থানে বাংলাদেশের সঙ্গে রয়েছে উত্তর কোরিয়া।
তিন মাস পরপর প্রকাশিত এই তালিকার গত সংস্করণে (জুলাই ২০২৫) বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম। নতুন তালিকায় দেখা যাচ্ছে, পেছনের সারিতে থাকা কয়েকটি দেশের মধ্যে রয়েছে নেপাল (১০১), সোমালিয়া (১০২), পাকিস্তান ও ইয়েমেন (১০৩), ইরাক (১০৪), সিরিয়া (১০৫) এবং সর্বশেষে আফগানিস্তান (১০৬)।
তবে এখনও বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এসব দেশের মধ্যে রয়েছে—
বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ, কোমোরো, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নিউ, রুয়ান্ডা, স্যামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনেস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।
এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এরপর আছে দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশ) এবং জাপান (১৮৯টি দেশ)।
চতুর্থ স্থানে রয়েছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন এবং সুইজারল্যান্ড— এ দেশগুলোর নাগরিকরা ১৮৮টি দেশে যেতে পারেন ভিসা ছাড়াই।
পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস— যাদের পাসপোর্ট দিয়ে ভিসামুক্ত ভ্রমণ সম্ভব ১৮৭টি দেশে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে