Views Bangladesh Logo

ফিফা র‍্যাংকিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ১৮৪তম স্থানে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফার সর্বশেষ প্রকাশিত বিশ্ব র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে পড়েছে বাংলাদেশ। নতুন তালিকায় লাল-সবুজের প্রতিনিধিরা এখন অবস্থান করছে ১৮৪তম স্থানে।

বৃহস্পতিবার (১১ জুলাই) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই র‍্যাংকিং প্রকাশ করে। জুন মাসের আন্তর্জাতিক ম্যাচগুলোর ফলাফলের ভিত্তিতে এ র‍্যাংকিং নির্ধারণ করা হয়েছে।

গত মাসে বাংলাদেশ জাতীয় দল দুটি ম্যাচ খেলেছে। একটি প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারালেও, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ ব্যবধানে হেরে যায় দলটি। এরই প্রতিফলন দেখা গেছে র‍্যাংকিংয়ে।

ফিফার তালিকায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই র‍্যাংকিংয়ে পিছিয়েছে।

ভারত ৬ ধাপ পিছিয়ে বর্তমানে ১৩৩তম অবস্থানে রয়েছে। মালদ্বীপ নেমে গেছে ১৭১তম স্থানে, আগের চেয়ে ৭ ধাপ নিচে। নেপাল এক ধাপ পিছিয়ে ১৭৬তম, ভুটান ৪ ধাপ পিছিয়ে ১৮৬তম এবং পাকিস্তান ৩ ধাপ নেমে এখন ২০১তম অবস্থানে রয়েছে।

ফিফা জানায়, পরবর্তী র‍্যাংকিং তালিকা প্রকাশিত হবে আগামী ২২ আগস্ট ২০২৫।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ