Views Bangladesh Logo

বাংলাদেশ-জাপানের মধ্যে ৬ সমঝোতা স্মারক স্বাক্ষর

 VB  Desk

ভিবি ডেস্ক

বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। এই খাতগুলোর মধ্যে রয়েছে জ্বালানি, প্রযুক্তি, উৎপাদন এবং বিনিয়োগ সুবিধা।

শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রথম সমঝোতা স্মারকটি জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। যার লক্ষ্য জ্বালানি অবকাঠামো প্রকল্পে সহযোগিতা জোরদার করা।

দ্বিতীয় সমঝোতা স্মারকটি ওনোডা ইনকর্পোরেটেড এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে একটি জমি ইজারা চুক্তির জন্য স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ওনোডা বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তাদের কার্যক্রম প্রতিষ্ঠা করবে। পূর্বে জাইকার সমর্থনে গ্যাস মিটার প্রকল্প বাস্তবায়ন করেছিলেন ওনোডা ইনকর্পোরেটেড।

তৃতীয় সমঝোতা স্মারকটি বাংলাদেশ ন্যাক্সিস কো. লিমিটেড এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের (বিএসইজেড) মধ্যে আরেকটি জমি ইজারার জন্য স্বাক্ষরিত হয়েছে। ন্যাক্সিস এই অঞ্চলে পোশাকের আনুষঙ্গিক উপকরণ উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে।

চতুর্থ সমঝোতা স্মারকটি গ্লেগিট ও মুসাসি সিমিতসু ইন্ডাস্ট্রি গ্লেফিট এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছে, যা ব্যাটারিচালিত সাইকেল এবং বৈদ্যুতিক মোটরসাইকেলের কারখানা স্থাপনের সুবিধা প্রদান করবে।

পঞ্চম সমঝোতা স্মারকটি সিফার কোর কোম্পানি লিমিটেডের সঙ্গে জড়িত, যারা ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে পুরস্কারপ্রাপ্ত উদ্ভাবক টাকাতোশি নাকামুরার সম্পূর্ণ সিফার প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে একটি জাতীয় পাইলট প্রকল্প চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে কোয়ান্টামপ্রতিরোধী ডিজিটাল নিরাপত্তায় অগ্রগামী করা, যেখানে স্থানীয় কোম্পানিগুলোকে একচেটিয়া স্থাপনা ও সম্প্রসারণের অধিকার দেয়া হবে।

ষষ্ঠ সমঝোতা স্মারকটি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছে, যা ইন্টিগ্রেটেড সিঙ্গল উইন্ডো প্ল্যাটফর্ম (আইএসডব্লিউপি) উন্নয়নে সহায়তা করবে। এই প্ল্যাটফর্মটি দেশের বিভিন্ন বিনিয়োগ প্রচার সংস্থার সেবাগুলোকে একত্রিত করার পাশাপাশি বিনিয়োগকারীদের প্রবেশাধিকার সহজতর করতে এবং সেবা প্রদানের মান উন্নত করতে চায়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সহযোগিতামূলক প্রচেষ্টার প্রশংসা করে বলেন, “এখন এই চুক্তিগুলো বাস্তবায়ন করা আমাদের কাজ। এগুলোর সম্ভাবনা আমাকে উদ্বুদ্ধ করেছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ