জঙ্গিবাদের বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকা উচিত: মার্কিন দূত
বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে সতর্কতা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই।
বৃহস্পতিবার (১০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। বৈঠকে বাংলাদেশে সন্ত্রাসবাদ, জঙ্গি হামলার ঝুঁকি, আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসবাদ দমন, মামলার প্রসিকিউশন, অনলাইনে তরুণীদের যৌন হয়রানি প্রতিরোধসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
মেগান বোল্ডিন বলেন, প্রতিটি দেশেই কম-বেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকি থাকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিছু রাজনৈতিক নির্যাতনকে ভিন্নভাবে জঙ্গিবাদ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, তারপরও বাংলাদেশকে এ বিষয়ে সর্বদা সতর্ক থাকা উচিত।
উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশে বর্তমানে কোনো সক্রিয় জঙ্গিবাদ নেই। তবে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের মিটিং-মিছিলের অপচেষ্টা মাঝেমধ্যে হয়, যা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করছে।
তিনি আরও বলেন, শুধু সন্ত্রাসবাদ নয়, যেকোনো অপরাধ দমনেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। সিটিটিসি ইউনিটকে আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহায়তা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
বৈঠকে মেগান বোল্ডিন বলেন, দুই দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণে সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, এনএসআই, সিটিটিসি, এটিইউ—সব সংস্থার মধ্যে সুসংবদ্ধ সমন্বয় হলে দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) খন্দকার মো. মাহাবুবুর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর এরিক গিল্যান এবং পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স অফিসার জস পোপ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে