Views Bangladesh Logo

এশিয়া কাপের সুপার ফোরে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

শিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে শনিবার (২০ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নিয়েছে। শ্রীলঙ্কা গ্রুপপর্বে সব ম্যাচ জিতে শতভাগ জয় নিশ্চিত করেছে। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে ইতিমধ্যেই ভারত ও পাকিস্তান শেষ চারে জায়গা নিশ্চিত করেছে।

মাত্র দুই দিন আগে পর্যন্ত বাংলাদেশ সুপার ফোরে খেলার আশা টিকে ছিল শ্রীলঙ্কার জয় নির্ভর। আফগানিস্তানের বিপক্ষে সেই জয় এনে দিয়ে বাংলাদেশকে, লিটন দাসের নেতৃত্বে, গুরুত্বপূর্ণ এই পর্বে পৌঁছে দিয়েছে শ্রীলঙ্কা।

দুই দল এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ২০ বার। এর মধ্যে শ্রীলঙ্কার জয় ১২ ম্যাচে, আর বাংলাদেশের জয় ৮ ম্যাচে। এশিয়া কাপের টি-টোয়েন্টি আসরে তারা মুখোমুখি হয়েছে ৫ বার, যেখানে শ্রীলঙ্কা জিতেছে ৩ ম্যাচে এবং বাংলাদেশ জিতেছে ২ ম্যাচে।

সম্প্রতি গ্রুপপর্বের লড়াইয়ে শ্রীলঙ্কা সহজ জয় পেয়েছিল বাংলাদেশের বিপক্ষে, ৩২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

আজকের ম্যাচ শেষে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল তিন দিনের বিরতি পাবে। এরপর টানা দুই দিনে খেলবে ভারত (২৪ সেপ্টেম্বর) ও পাকিস্তানের (২৫ সেপ্টেম্বর) বিপক্ষে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ