Views Bangladesh Logo

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়-বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। পাঠানো ত্রাণের মধ্যে রয়েছে তাবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গাম বুট, ভেস্ট, হ্যান্ড গ্লোভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ওষুধ।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে এখন পর্যন্ত শ্রীলঙ্কায় ৩৩৪ জন নিহত এবং কমপক্ষে ২ শতাধিক জন নিখোঁজ হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য মোতাবেক ওই বন্যায় ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

আইএসপিআর জানায়, এমন পরিস্থিতিতে দেশটির সরকার শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারির পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোর বাংলাদেশ হাইকমিশনকে জরুরি ভিত্তিতে খাদ্য, ওষুধ সামগ্রী ও অন্যান্য ত্রাণসামগ্রী প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছিল।

এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র আকস্মিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় আজ সকাল ৮টা ৪৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রীসহ শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে প্রত্যাবর্তন করবে।

শ্রীলঙ্কায় পাঠানো প্রায় ১০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গাম বুট, ভেস্ট, হ্যান্ড গ্লোভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ওষুধ।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে যে, বাংলাদেশ সরকারের পাঠানো এ মানবিক সহায়তা শ্রীলঙ্কায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোয় সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ