Views Bangladesh Logo

বাংলাদেশ থেকে ত্রিপুরায় ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সৌহার্দ্যের অংশ হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে পাঠানো আমগুলো ৬০টি কার্টুনে ভরে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় রপ্তানি করা হয়। পরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ উপহারের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে এবং রপ্তানি কার্যক্রম পরিচালনা করেছে ‘কার্গোওয়ার্ল্ড লজিস্টিকস’ প্রতিষ্ঠানটি।

আখাউড়া কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, আমগুলো শুল্ক ও করমুক্ত ছাড়পত্র পেয়েছে। তিনি বলেন, 'এ ধরনের উপহার আঞ্চলিক কূটনীতির বন্ধন আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'

বাংলাদেশ-ভারতের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় ও সুদৃঢ় করবে বলে আশা করা যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ