Views Bangladesh Logo

রোববার থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় উদাহরণ স্থাপন করতে এ উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৫ তারিখ) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সচিবালয়ের সব প্রবেশপথে চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ভেতরে কারও কাছে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে জব্দ করা হবে এবং বিকল্প হিসেবে কাগজের ব্যাগ দেয়া হবে। সচেতনতা বাড়াতে প্রবেশপথ ও ভবনগুলোতে বোর্ড ও পোস্টার টানানো হয়েছে। উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও দপ্তরে এসইউপি ব্যবহার বন্ধে নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ের ভেতরে কোনো সভা-সেমিনার, বৈঠক বা অনুষ্ঠানে একবার ব্যবহার্য প্লাস্টিক বোতল, কাপ, প্লেট ও চামচ ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করতে হবে। সরকারি ক্রয়েও পরিবেশবান্ধব বিকল্প পণ্য অন্তর্ভুক্তের নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও মনিটরিং কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পুনর্ব্যবহারযোগ্য পাত্র ও ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সভা ও দাপ্তরিক অনুষ্ঠানে কাগজের কাপ ও প্যাকেট ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সচিবালয় দেশের কেন্দ্রীয় প্রশাসনিক এলাকা। এখান থেকে যদি একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা যায়, তা সারা দেশে দৃষ্টান্ত সৃষ্টি করবে।’

সরকারের লক্ষ্য, রোববারের মধ্যেই সচিবালয়কে সম্পূর্ণ এসইউপি-মুক্ত ঘোষণা করা। এজন্য সব কর্মকর্তা-কর্মচারীকে সচেতন ও সহযোগিতাপূর্ণ থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ