কর্মী নিয়োগে সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে এই চুক্তিতে সই করেন দুই দেশের প্রতিনিধিরা।
বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সৌদি আরব-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটি প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি। ১৯৭৬ সাল থেকে সৌদি আরবে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হলেও এতদিন এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না।
এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নতুন এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন খাতে দক্ষ ও আধা–দক্ষ কর্মী নিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার ও স্বার্থ সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষরের আগে সৌদি মন্ত্রী আহমেদ বিন সোলাইমান আল-রাজী এবং উপদেষ্টা ড. আসিফ নজরুলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসিফ নজরুল সৌদি কর্তৃপক্ষের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন—যেমন সঠিক নিয়োগচুক্তি নিশ্চিত করা, ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার ওপর রাখা এবং দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীদের দ্রুত এক্সিট ভিসা প্রদান করা।
সৌদি মন্ত্রী এসব বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং বাংলাদেশকেও নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতে সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
বৈঠকে আরও আলোচনা হয় দক্ষ কর্মী নিয়োগ, প্রশিক্ষণ কার্যক্রম, প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকরণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশন উপপ্রধান এস. এম. নাজমুল হাসান, শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে