বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্কের দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দুই দেশের ক্রিকেটে যে টানাপোড়েন শুরু হয়েছিল, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও গভীর হয়েছে। এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অনাগ্রহ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে নির্ধারিত রয়েছে। তবে সেখানে খেলবে না জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিসিবি।
প্রথমে তিনটি বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত একটি দাবিতেই সীমাবদ্ধ থাকে বিসিবি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একজন শীর্ষ পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়। এ কারণে ভেন্যু পরিবর্তনের আবেদনও জানানো হয়েছে।
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করছে শ্রীলঙ্কা। এর আগে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বিরোধের কারণে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কার ভেন্যুতে নির্ধারণ করা হয়েছিল। সেই দৃষ্টান্ত সামনে রেখেই ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে বিসিবি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে