Views Bangladesh Logo

পুলিশের নতুন লোগো প্রকাশ

 VB  Desk

ভিবি ডেস্ক

তুন লোগো প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। নতুন লোগোতে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত, পাটপাতার টপে লেখা পুলিশ লেখা আছে।

চিঠিতে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে; যা ইতিমধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

এ অবস্থায় আপনার জেলা বা ইউনিট ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম বা লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ামাত্রই এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের লোগোতে নৌকা আকারে লোগো লাগানো হয়। আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনে দাবি ওঠে। পরে এ-সংক্রান্ত একটি কমিশন গঠন করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশের লোগো পরিবর্তনের চিঠি পুলিশের সব ইউনিটে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ