রিশাদের ঘূর্ণিতে বাংলাদেশের স্বস্তির জয়
টানা ব্যর্থতার পর অবশেষে ওয়ানডে ক্রিকেটে জয়ে ফিরেছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে টাইগাররা। ২০৭ রানের টার্গেট দিলেও লেগ স্পিনার রিশাদ হোসেনের অসাধারণ বোলিংয়ে ৩৯ ওভারে ১৩৩ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।
বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন রিশাদ। পরে ৬ উইকেট তুলে নেন তিনি মাত্র ৩৫ রানে। ব্যাট হাতেও ১৩ বলে ২৬ রানের ক্যামিও খেলেন। ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছেন এই অলরাউন্ডার।
ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ভালো শুরুটা ভাঙেন রিশাদই। ৫১ রানের উদ্বোধনী জুটি ভেঙে আথানেজকে ফেরান তিনি। এরপর কার্টি, কিং, রাদারফোর্ড, চেজ ও সিলসকে শিকার বানিয়ে এলোমেলো করে দেন ক্যারিবিয়ান ইনিংস।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজ নেন ২ উইকেট, তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন ১টি করে।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৮ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে তাওহীদ হৃদয়ের ৫১, মাহিদুলের ৪৬ ও রিশাদের শেষ দিকের ঝড়ো ইনিংসে দল পায় ২০৭ রান। শেষ দিকে জেইডেন সিলস নেন ৩ উইকেট।
টানা চার ওয়ানডে সিরিজে হারের পর ঘরের মাঠে এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস ফেরানোর বড় সুযোগ তৈরি করল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে