সুপার ফোরের লড়াইয়ে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এশিয়ান কাপ ক্রিকেটে দ্বিতীয় সুপার ফোরের লড়াইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হতে যাচ্ছে।
নিয়মিত অধিনায়ক লিটন দাস অনুশীলনের সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলীকে টাইগার দলের নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে।
একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের রোমাঞ্চকর জয় থেকে দুই পয়েন্ট নিয়ে টাইগাররা প্রতিযোগিতায় প্রবেশ করেছে। তবে, তারা বর্তমানে সুপার ফোরের অবস্থানে তৃতীয় স্থানে রয়েছে, নেট রান রেটে ভারত ও পাকিস্তানের চেয়ে পিছিয়ে। এই ম্যাচটির জয় বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে