Views Bangladesh Logo

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

টিকে থাকার লড়াইয়ে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই ম্যাচে বাংলাদেশ দলে রয়েছে ৪ পরিবর্তন। শ্রীলঙ্কা ম্যাচে খেলা পারভেজ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মেহেদী হাসানের পরিবর্তে একাদশে ঢুকেছেন সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। ব্যাটিং শক্তি বাড়িয়ে মাঠে নামছে টাইগাররা। মাত্র ২ স্পিনার এবং ২ পেসার নিয়ে মাঠে নেমেছে। যদিও বিকল্প হাত ঘুরাতে পারবেন সাইফ আর শামিম।

অন্যদিকে, আফগানিস্তান ৪ স্পিনার এবং ৪ পেসার নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ দলের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তানের একাদশ: সাদিকুল্লাহ আটাল, রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, আল্লাহ মুহাম্মদ গজানফর, ফজল হক ফারুকী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ