Views Bangladesh Logo

অ্যান্টিগা টেস্টে পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ এখন পরাজয়ের প্রান্তে। জয়ের জন্য এখনও প্রয়োজন ২২৫ রান, আর হাতে আছে মাত্র ৩ উইকেট।

চতুর্থ দিনে ১৮১ রানের লিড নিয়ে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদের টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিংয়ে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে সবোর্চ্চ ৪২ রান করেন অ্যালিক অ্যাথানেজ।

তাসকিন ৬৪ রানে ৬ উইকেট শিকার করেন। মিরাজের শিকার ২ উইকেট। সমান ১ করে উইকেট নেন শরিফুল ও তাইজুল।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা আবারও ব্যর্থ। ৩৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। টপ অর্ডারে মুমিনুল হক ১১ রান ছাড়া কোনো ব্যাটারই দুই অংকের ঘর ছুঁতে পারেননি। লিটন দাস ২২ রান করে ফিরে যান, এবং মিরাজ ৪৫ রান করে আউট হন। জাকের আলী ১৫ রান নিয়ে অপরাজিত আছেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে কেমার রোচ এবং জেডেন সিলস ৩ টি করে উইকেট নেন, আর শামার জোসেফ ১ উইকেট শিকার করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ