Views Bangladesh Logo

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

সন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে টুর্নামেন্টে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ভারতের মাটিতে নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্বেগ নিরসনে সংস্থাটি একটি বিস্তৃত ও দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনা চালানো হয়েছে। এ সময় একাধিক দফায় ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়।

আইসিসি জানায়, এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিবির উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন পরিচালনা করা হয়। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা, বিস্তারিত পরিচালন পরিকল্পনা এবং টুর্নামেন্টের জন্য উন্নত ও ধাপে ধাপে জোরদার নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়। এসব বিষয় আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডের আলোচনাতেও পুনর্ব্যক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব মূল্যায়নের ভিত্তিতে আইসিসি সিদ্ধান্তে পৌঁছেছে যে ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তাসহ সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই বাস্তবতা ও টুর্নামেন্টের সামগ্রিক প্রভাব বিবেচনায় নিয়ে প্রকাশিত সূচি পরিবর্তন না করার সিদ্ধান্ত নেয় আইসিসি।

এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছিল বিসিবি। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ